শ্যামনগর পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২

- আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। অভিযান চলাকালে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী ওয়াপদা রোড এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে ৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি (২১), পিতা: মো. কামরুল ইসলাম, মাতা: রেহানা খাতুন, সাং: পশ্চিম বিড়ালক্ষী এবং শান্ত মন্ডল (২০), পিতা: মৃত বাবু মন্ডল, মাতা: শিলা রানী, সাং: নকিপুর (জমিদার বাড়ির পাশে), দুজনই শ্যামনগর উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করে বুধবার (৩ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।