বরিশালের আগৈলঝাড়ায় স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি

- আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা
বরিশাল জেলা প্রতিনিধি:-
গভীর রাতে আগৈলঝাড়া উপজেলার গোডাউন রোডে অবস্থিত ‘সেনকো ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের ওই দোকানে দুধর্ষ চুরি হয়। জানা গেছে, প্রতি রবিবার আগৈলঝাড়া জুয়েলার্স সমিতির নিয়ম অনুযায়ী বাজারের সমস্ত স্বর্ণের দোকানগুলো বন্ধ থাকে। সোমবার সকালে দোকানের কর্মচারী রণজিৎ দোকান খুলতে এসে দেখেন, পিছনের লোহার দরজা ভাঙা ও ভেতরে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।সেনকো ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের মালিক অজিত হালদার জানান, শনিবার রাতের কাজ শেষে দোকানে তালা দিয়ে কর্মচারী রণজিৎ বাড়ি ফেরেন। পরদিন সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পান রণজিৎ। পরে বিষয়টি মালিককে জানালে তিনি এসে পুলিশকে খবর দেন। তিনি আরও জানান, চোরের দল দোকান থেকে আনুমানিক ১৫ ভরি স্বর্ণ, ২৬০ ভরি রূপা এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম বলেন, “বাজারের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।