পরিপূর্ণতা অর্জন করি.. কাঠালিয়ায় বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী

- আপডেট সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় চিশতীয়া দরবার শরীফে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
প্রতিষ্ঠাতা চিশতিয়া দরবার শরীফ
কাঠালিয়া বলেন ,ইসলামের কাজে মুসলমানের ইহকালে শান্তি পরপারে মুক্তির জন্য পরিপূর্ণতা অর্জন করতে হবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা ইহকালে শান্তি পরপারে মুক্তির বিকল্প কোন পথ নাই। তাই আমাদের ঈমানের ইসলামের এহসানের ব্যাপারে সতর্ক হতে হবে। সমাজ থেকে মানব লঙ্ঘন হতে আরম্ভ করে সুদ ঘুষ জেনা ব্যভিচার ইত্যাদি উৎখাত করতে হবে। ইসলাম দিয়া ব্যবসা বন্ধ করতে হবে। যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না তাহারা মুসলমান না। এবাদত থাকে কোথায় তাই বিশ্ব মুসলিম উম্মাহের প্রতি কবি হিসেবে অনুরোধ করবো। ঈমানী আন্দোলন গড়ে তুলুন আল্লাহর দুশমন ইসলামের মুসলমানের দুশমনের প্রতি রুখে দাঁড়ান প্রয়োজনে জিহাদ করতে হবে। আমরা মুসলিম ইসলামের সৈনিক হয়ে যাই। হাওয়ার মুসলমান কবি অলি ফকির দরবেশ শায়েখ নামে কাজ হবে না। যার যে দায়িত্ব পালন করতে হবে ঈমানী কুয়াত বাড়াতে হবে না হয় আল্লাহর আসামি হতে হবে। বিশ্বে এক নজরে মুসলমান শ্রেষ্ঠ ইসলাম ধর্ম তার সম্মান করতে হবে বিশ্ব মুসলমানের দাবি।