ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক বরিশালের গৌরনদীতে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ দিনের ছুটি যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মানিকগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানকে ক্রেস প্রদান

রাণীশংকৈল ব্রিজের কাজ নিম্নমানের হওয়ায় প্রতিরক্ষা দেয়ালে ফাটল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:নির্মাণকাজ শেষ না হতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে বাজেবকসা গ্রামে নির্মিত একটি কালভার্ট ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এমনকি ব্রিজের বিভিন্ন অংশেও দেখা দিয়েছে ফাটল। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কালভার্টটির নির্মাণকাজ শুরু করা হয়। কাজ শেষ করা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ সালে। ২০২৫ সালের এপ্রিল মাসে যেতেই ব্রিজটির এক পাশের প্রতিরক্ষা দেয়াল ভেঙে (প্যালাসাইডিং) পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে কালভার্টটি ভেঙে পড়ছে। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে বাজেবকসা গ্রামে নীলফামারীর এসএএন্ডআরএটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২,৩৬,৬৪,৯২৭.৬৬ টাকা ব্যয়ে (৫৪৪০) মিটার একটি কালভার্ট নির্মাণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কালভার্টটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে কাজটি নির্মাণে তদারকি করেন। স্থানীয় বাসিন্দা বাবুল, ধনজয়, ভুপেন, কারক, জীতুন ও পথচারী রফিক, তাহের, আবুল কাশেম ও ডিগেন চন্দ্র রায় বলেন, ‘এ রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার লোক এবং গাড়ি আসা-যাওয়া করে। সপ্তাহে একদিন বড় হাট কাতিহার। সেদিন আরো ভিড় জমে। এছাড়া রবি শস্য ও বোরো ধানের মৌসুমে বিল (ফসলের মাঠ) থেকে বিভিন্ন এলাকার লোকজন এ রাস্তা দিয়ে ফসল নিয়ে যায়। তাদের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রতিরক্ষা দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। কাজ চলমান অবস্থায় উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ঠিকমতো তদারকি না করায় আজ এ অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেয়ার দাবিও জানান তারা। এ নিয়ে এক রাজমিস্ত্রির সঙ্গে কথা বললে তিনি জানান, নির্মাণের পর এত দ্রুত ব্রিজটি এরকম হওয়ার কথা না। এখানে মানসম্মত কাজ না করায় এ অবস্থা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় উদ্যোগে ব্রিজের পাশ থেকে খননযন্ত্র দিয়ে কিছু মাটি কেটে দুই পাশে ফেলে রোলার মেরে ঢালাই দিলে আজ এরকম হতো না। তাছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের দুপাশে ফাটল ধরেছে। এত অল্প সময়ে ব্রিজের ফাটল ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ার কারণ মুঠোফোনে ঠিকাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান, ফাটলের বিষয়টি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদার তুহিনকে অফিস আদেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত না করলে তার ১০-১২ লাখ টাকা জামানত আছে, সেই টাকায় কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

রাণীশংকৈল ব্রিজের কাজ নিম্নমানের হওয়ায় প্রতিরক্ষা দেয়ালে ফাটল

আপডেট সময় : ১১:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:নির্মাণকাজ শেষ না হতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে বাজেবকসা গ্রামে নির্মিত একটি কালভার্ট ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এমনকি ব্রিজের বিভিন্ন অংশেও দেখা দিয়েছে ফাটল। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কালভার্টটির নির্মাণকাজ শুরু করা হয়। কাজ শেষ করা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ সালে। ২০২৫ সালের এপ্রিল মাসে যেতেই ব্রিজটির এক পাশের প্রতিরক্ষা দেয়াল ভেঙে (প্যালাসাইডিং) পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে কালভার্টটি ভেঙে পড়ছে। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে বাজেবকসা গ্রামে নীলফামারীর এসএএন্ডআরএটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২,৩৬,৬৪,৯২৭.৬৬ টাকা ব্যয়ে (৫৪৪০) মিটার একটি কালভার্ট নির্মাণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কালভার্টটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে কাজটি নির্মাণে তদারকি করেন। স্থানীয় বাসিন্দা বাবুল, ধনজয়, ভুপেন, কারক, জীতুন ও পথচারী রফিক, তাহের, আবুল কাশেম ও ডিগেন চন্দ্র রায় বলেন, ‘এ রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার লোক এবং গাড়ি আসা-যাওয়া করে। সপ্তাহে একদিন বড় হাট কাতিহার। সেদিন আরো ভিড় জমে। এছাড়া রবি শস্য ও বোরো ধানের মৌসুমে বিল (ফসলের মাঠ) থেকে বিভিন্ন এলাকার লোকজন এ রাস্তা দিয়ে ফসল নিয়ে যায়। তাদের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রতিরক্ষা দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। কাজ চলমান অবস্থায় উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ঠিকমতো তদারকি না করায় আজ এ অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেয়ার দাবিও জানান তারা। এ নিয়ে এক রাজমিস্ত্রির সঙ্গে কথা বললে তিনি জানান, নির্মাণের পর এত দ্রুত ব্রিজটি এরকম হওয়ার কথা না। এখানে মানসম্মত কাজ না করায় এ অবস্থা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় উদ্যোগে ব্রিজের পাশ থেকে খননযন্ত্র দিয়ে কিছু মাটি কেটে দুই পাশে ফেলে রোলার মেরে ঢালাই দিলে আজ এরকম হতো না। তাছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের দুপাশে ফাটল ধরেছে। এত অল্প সময়ে ব্রিজের ফাটল ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ার কারণ মুঠোফোনে ঠিকাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান, ফাটলের বিষয়টি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদার তুহিনকে অফিস আদেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত না করলে তার ১০-১২ লাখ টাকা জামানত আছে, সেই টাকায় কাজ করা হবে।