শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ আটক ৪

- আপডেট সময় : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বিড়ালক্ষী সানা বাড়ি মসজিদের পাশে একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। দলে আরও ছিলেন এসআই মোহাম্মদ বিপ্লব, এসআই মতিন এবং এএসআই শাহাদত হোসেন।আটককৃতরা হলেন, পশ্চিম বিড়ালক্ষীর আসাদুজ্জামান মিলন, খুলনার কয়রার মোহাম্মদ সানা, কাশিমাড়ীর জাহাঙ্গীর আলম ও আব্দুল আজিজ। পুলিশ জানায়, তারা নির্জন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ছুরি, দুটি প্লাস্টিকের ছুরি, দুটি ইয়াবা ট্যাবলেট, গাঁজার শুকনো পাতা ও প্যাকেট, এবং একটি পুরোনো সিএনজি উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় শ্যামনগর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে একটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। আটককৃতদের পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি হুমায়ূন কবির মোল্লা জানান, আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধ সংঘটন করতে না পারে, সে জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।