নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের মুল হোতাসহ গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের মুল হোতাসহ ৪জন অনলাইন ভিসা প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ২২জুন শরীয়তপুর জেলার ডামুড্যার বাসিন্দা নয়ন অনলাইন ভিসার প্রলোভনে পড়ে ১৯ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণার শিকার হন। ভুক্তভোগী এ ঘটনায় নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ করলে পুলিশ সুপার এঁর নির্দেশে তদন্ত শুরু করে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
তদন্তে প্রাপ্ত তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে জেলার কিশোরগঞ্জ থানা এলাকার মুশরত গ্রামে অভিযান চালিয়ে অনলাইন ভিসা প্রতারক চক্রের মুল হোতাসহ ওই ৪জন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ থানাধীন মুশরত গ্রামের মো. কহিনুর ইসলামের দুই ছেলে রুজু (১৯) ও রাজু(২৬), একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৫) এবং মৃত মুকুল হোসেনের ছেলে আল-আমিন (২০)।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন ভিসা ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথাও স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।