মহেশপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় মাদক ও অনুপ্রবেশকারীদের আটক

- আপডেট সময় : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের ধারাবাহিক ও সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী একাধিক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
মাদকসহ যুবক আটক
২২ জুন ২০২৫, সকাল ৯টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৯/২-এস থেকে আনুমানিক ১,০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিয়া মোড় তেঁতুল গাছ পাকা রাস্তার উপর অভিযান চালায় বিজিবি।
নায়েক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ ইমরান বাবু (৩৫), পিতা: মোঃ শরিফ উদ্দিন, গ্রাম: গয়েশপুর, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা—কে আটক করা হয়। তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিনা আসামিতে উদ্ধার মাদক
২১ জুন রাত ১১টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের এক আমবাগানে হাবিলদার মোঃ রমজান আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল ও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অবৈধ অনুপ্রবেশকালে নারী আটক
২২ জুন ভোর ৬টা ৫০ মিনিটে কুসুমপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে মোঃ মিজানুর মেম্বারের বাঁশবাগান এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে হাবিলদার মোঃ আখতার হোসেনের নেতৃত্বে এক নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়, যিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
ভারতে প্রবেশের চেষ্টা: ৪ বাংলাদেশী আটক
একই সময় খোশালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে ১০০ গজ ভেতরে মোঃ হাবুর মেহগনি বাগানে বিজিবির নিয়মিত টহলের সময় হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন শিশু রয়েছে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবির বক্তব্য
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানানো হয়, সীমান্তে মাদক ও মানবপাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।