অভিযানের পর অভিযানর চম্বায় কৃষি জমি ও টিলা কাটার দায়ে এসিল্যান্ডের অভিযান

- আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
১৪ মার্চ বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়নে কৃষি জমি ও টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলায় ভ্রাম্যমান আদালত।।
জব্দ করা হয় ২ টি স্কেভেলটর।।
অভিযানকালে সঙ্গীয় সোর্স লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক,স্থানীয় ইউপি সদস্য মোঃ ওসমান, থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর,সদস্য এবং উপজেলা ভূমি অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) ও নাজমুন লায়েল জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন টিলা,পাহাড়, জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। চরম্বার ইউনিয়নের বিবিরবিলা গ্রামে মাটি খেকোরা বেপরোয়া হয়ে,গেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মাটি,টিলা কাটার দায়ে ঘটনাস্থলে গেলে মাটি খেকোরা দ্রুত পালিয়ে যায়। এ সময় টিলা টপসয়েল মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর জব্দ করি। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লোহাগাড়ায় কোন প্রকার মাটি কাটা,টিলা কাটা ও পাহাড় কাটা যাবেনা বলেও তিনি জানান।