ঢাকুরিয়ার লাউকুন্ডায় যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ

- আপডেট সময় : ১০:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাউকুন্ডা গ্রামে যুব সমাজের উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন।
স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি নিজ উদ্যোগে এলাকার তরুণদেরই মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে তরুণদের চোখেমুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক হাজ্জাজ হোসেন, যুব উন্নয়ন বিভাগের সেক্রেটারি আমিনুর রহমান, বিল্লাল হোসেন, কাজল, আইয়ুব, ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবার মুখেই ছিল মোঃ জাকির হোসেনের মানবিক উদ্যোগের প্রশংসা। এলাকার তরুণরা জানিয়েছেন, এই ধরণের সহায়তা তাদের খেলার মাঠে ফিরিয়ে আনবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মোঃ জাকির হোসেন ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজ অর্থায়নে খেলাধুলার সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রাস্তাঘাট সংস্কার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে অনেক অসহায় পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে।
তিনি সবসময় বলেন, “যুব সমাজকে গড়ে তুলতে হলে প্রথমেই তাদের মানসিক ও শারীরিক বিকাশের পরিবেশ তৈরি করতে হবে। আমি আজীবন এই কাজ করে যেতে চাই।”
মোঃ জাকির হোসেন শুধু একজন সম্ভাব্য জনপ্রতিনিধি নন, বরং একজন প্রকৃত সমাজহিতৈষী। মানুষের দুঃখে-সুখে পাশে থাকার দৃঢ় প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার মানবিক গুণাবলির কারণে তাকে একনিষ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখে।
জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া এই উদার মনের মানুষটির প্রতি এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে তিনি যেন আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে থেকে সমাজের পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।