বরিশালে বাবুগঞ্জে মেলার নামে অশ্লীলতা বেহায়াপনা বিক্ষুব্ধ জনতার হামলা

- আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় ক্রাইম রিপোর্টার:-
মেলার মাঠে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পাশাপাশি কথিত যাত্রা মঞ্চ, জুয়ার টেবিলসহ অবৈধ স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈশাখি মেলার নামে দীর্ঘদিন ধরে নানান অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছিলো। বিশেষ করে নৃত্য ও গানের নামে অশ্লীলতা এবং প্রকাশ্য জুয়ার আসর বসানো হতো এ মেলায়। যার প্রতিবাদ স্থানীয়রা জানিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছিলো না। যার ধারবাহিকতায় শুক্রবার রাতে তৌহিদী জনতা স্থানীয় নামে স্থানীয় কয়েকশত লোক মেলার মাঠে একযোগে হামলা চালায়। এসময় তারা মেলার মাঠে টিন ও প্যান্ডেল দিয়ে তৈরি বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে গুড়িয়ে দেয়। পাশাপাশি প্যান্ডেলসহ গান-বাজনার বিভিন্ন যন্ত্রাংশেও আগুন ধরিয়ে দেয়।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের বোয়ালিয়া এলাকায় গত এক মাস ধরে বৈশাখি মেলা হয়। মেলার অনুমতির মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে অনুমতি আনার জন্য পাশে ছোট পরিসরে প্যান্ডেল করে আয়োজকরা। রাত আটটার দিকে তৌহিদী জনতার ব্যানারে প্যান্ডেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পাশের একটি ভবনে শিল্পীরা থাকতো। সেখানেও হামলা করে তাদের তাড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।