প্রকৃত সাংবাদিক কোনো দলের পৃষ্ঠপোষক ব্যক্তি নয়: সম্পাদক বালা ডেভিড

- আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার:-
সাংবাদিকতা পেশা নয়, এটি একটি দায়িত্ব ও নৈতিকতার বিষয় — এমনটাই মন্তব্য করেছেন সাংবাদিক ও সম্পাদক বালা ডেভিড। তিনি বলেন, একজন প্রকৃত সাংবাদিক কখনোই দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে কাজ করেন না। তার একমাত্র উদ্দেশ্য সমাজের সত্য ও সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরা।
সম্পাদক বালা ডেভিড আরও বলেন, সাংবাদিকদের মূল কাজ সত্য উদঘাটন করা। কিন্তু বর্তমানে কিছু সাংবাদিক দলীয় স্বার্থে কাজ করছেন, যা এই মহান পেশাকে কলঙ্কিত করছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিক সমাজে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু সেই সম্পর্ক যেন কখনো পক্ষপাতদুষ্ট না হয়।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের উচিত নিরপেক্ষতা বজায় রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা। কারণ তাদের কাজের ওপর ভিত্তি করেই জনগণ সচেতন হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান বালা ডেভিড। তিনি বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থেকে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকতার নমুনা।
তিনি সাংবাদিকদের সততা, সাহসিকতা ও মানবিকতা বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, সাংবাদিকদের কখনোই পেশার সুনাম ক্ষুণ্ণ করে কোনো রাজনৈতিক দলের হাতিয়ার