সংবাদ শিরোনাম :
হরিপুরে শিয়ালের কামড়ে আহত-১

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী(বিএসসি)হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১নং গেদুড়া ইউনিয়নের ধৌলা গ্রামে অদ্য (১০ জুন) সকালে একটি শিয়াল কচু ফসলের ভিতরে লুকিয়ে ছিলো ।
ধৌলা গ্রামের হাসান আলীর পুত্র মোঃ বাবু (২৮)
সকালে মাঠে গরু নিয়ে যাওয়ার পথে আকস্মিকভাবে একটি শিয়াল কচু ক্ষেতের ভিতর থেকে দৌড়ে বের হয়ে মোঃ বাবুর ডান পায়ে কামড় দিয়ে গুরুতর আহত করে। বাবু চিল্লা-হাল্লাহ করলে গ্রামের লোকজন এসে তাকে শিয়ালের হাত থেকে রক্ষা করে।
আহত বাবুকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর ধারণা শিয়ালটি কয়েকদিন ধরে খাদ্যের অভাবে থাকায় এমনটা ঘটনা ঘটিয়েছেন ।
গোলাম রব্বানী
হরিপুর-ঠাকুরগাঁও।