শ্যামনগরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার ইসমাইলপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম. এম. আশেক ইলাহি মুন্না, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা ই বেলাল টুটুল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক মাস্টার মজনু এলাহী ও হাফিজ আল আসাদ কল্লোল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, সদস্য রাজকানী সেলিম প্রমুখ।বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। শেষে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।