ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরনে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুদক অভিযানে চালিয়ে ব‍্যপক অনিয়ম খুঁজে পেলেন শ্যামনগরে ডোবায় পড়ে এক কিশোরের মৃত্যু অবৈধ অস্ত্র আইনশৃঙ্খলা বিনষ্টদের দমনে বিজিবিকে তথ্য সহায়তার আহবান ঢাকার সঙ্গে বন্ধ দক্ষিণবঙ্গের যোগাযোগ দুমকিতে কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন রাজনীতি অন্তিম শয্যায় সুনামগঞ্জ ছাতকে নিরাপত্তাহীনতায় কানাডা প্রবাসীর স্ত্রী সুমি বেগম,থানায় জিডি

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রেজিং নং এস ১১, ৩৮৭ উপজেলা শাখা প্রধান কার্যালয় গাবতলী হাফিজ মার্কেট

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ২০১৭ সালে এই সংগঠনটি ঢাকা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসে এখন ২০২৫ সাল চলতেছে এখন পর্যন্ত সংগঠনের কোন কার্যক্রম করতে দেয়নি। রাণীশংকৈল উপজেলা শাখার রাজ- ৮৮ নামক এই সংগঠনটির লোকজন ।

সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করে তারা এই সংগঠনটির নবায়ন করে নিয়ে আসে এই নবায়ন দিয়ে তারা দীর্ঘ- ৯ বছর চাঁদাবাজি মারপিট অত্যাচার জুলুম করে আসছে রজ-৮৮ লোকজনেরা
১-৩-২০২৩ ইং সম্পাদক নুরুজ্জামানের উপরে হামলা করে হামলায় মাথায় ও শরীরে চাক্কু রোড দিয়ে এলোপাতাড়ি ভাবে নুরুজ্জামানকে আঘাত করে মাথায় ইনজুরি চাক্কু দিয়ে পিছনে আঘাত করে মেরে ফেলার জন্য তাৎক্ষণিক ভাবে নুরুজ্জামানকে মেডিকেল হাসপাতালে নেওয়া হয় ৭-৩-২০২৩ ইং তারিখ পর্যন্ত নুরুজ্জামান মেডিকেলে হাসপাতালে ছিলেন।

এখন হাটি হাটি পা পা করে সংগঠনটি আবার সদস্য সংগ্রহ করাতে নুরুজ্জামানকে রাজ- ৮৮ লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করে।
ইতিমধ্য ১-৬-২০২৫ ইং রোজ রবিবার তারিখে -৩ ,৩০মিনিটে রাণীশংকৈল থানা থেকে সাধারণ সম্পাদক নুরুজ্জামানের কাছে ফোন আসে ফোনে ওসি সাহেব বলে আপনি কি চাঁদা উঠাচ্ছেন সাধারণ সম্পাদক বলল না আমরা চাঁদা উঠাচ্ছি না আমরা সদস্য সংগ্রহ করতেছি।
তারপরে ওসি সাহেব বলল আপনি আমার সঙ্গে দেখা করেন।
তাৎক্ষণিকভাবে খাওয়ার জন্য নুরুজ্জামানসহ সকলেই বাসায় গেলে এরই মধ্যে বিকাল ৪ ঘটিকার সময় রাজ -৮৮ লোকজন এসে আমাদের জিনিসপত্র টাকা-পয়সা টেবিল চেয়ার ব্যানার সাইনবোর্ড অফিস শাখা অফিস ভাঙচুর সব লুটপাট করে রাজ-৮৮ লোকজন নিয়ে চলে গেছে। ছিনতাইকারীরা হলেন:
রাণীশংকৈল উপজেলা শাখার রাজ-৮৮
তালিকা- ১ আব্দুল মালেক, বিএনপি শ্রমিক দলের সভাপতি -২ আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি এবং রাজ-৮৮ সভাপতি পিতা চেরচেরু- ৩ মোঃ সামসুল হক সভাপতি -৮৮
-৪ মোঃ মাসুদ রানা, পিতা মোশাররফ হোসেন,- ৫ মোঃ জাফর আলী, শ্রমিক লীগ সমন্বয় সহ-সভাপতি- ৬ মোঃ হযরত আলী, -৭ মোঃ জামিরুল ইসলাম,-৮ মোঃ জাফর আলী,পিতা আব্দুল কাসেম ভান্ডারা-৯ মোঃ মিজান আলী পিতা আব্দুর রহমান, সহোদর-১০ মোঃ রফিকুল ইসলাম, শান্তিপুর বাঁশবাড়ি -১১ আব্দুল মমিন পিতা ডেকিয়া মোহাম্মদ সাং খঞ্জনা
-১২ মোঃ আব্দুল মান্নান শ্রমিক লীগ
-১৩ মোঃ আনসার আলী,সভাপতি শ্রমিক লীগ -১৪ মোঃ আলমগীর রাজ-৮৮। – ১৫ মোঃ গোলাম রব্বানী, ওরফে চেমু সভাপতি পৌর শ্রমিক দল- ১৬ শ্রী সুজন ভ্যালু শাহা
-১৭ মোঃ নাসিরুল ইসলাম, শ্রমিক লীগ -১৮ মোঃ আদিল সাং মহল-১৯ মো আব্দুল কাশেম, সাং সহোদর
বাড়ি আরো ২০ থেকে ৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী নিয়ে আসে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানায় ১-৬ ২০২৫ ইং তারিখ অভিযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি তদন্ত না করেই আজকে-৫-৬-২০২৫ ইং যত
রাণীশংকৈল থানার ওসি বলেন তোমরা থানায় আসো, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন তদন্ত ছাড়া আমরা থানায় যাব না আপনি আগে তদন্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রেজিং নং এস ১১, ৩৮৭ উপজেলা শাখা প্রধান কার্যালয় গাবতলী হাফিজ মার্কেট

আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

মোঃ খায়রুল ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ২০১৭ সালে এই সংগঠনটি ঢাকা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসে এখন ২০২৫ সাল চলতেছে এখন পর্যন্ত সংগঠনের কোন কার্যক্রম করতে দেয়নি। রাণীশংকৈল উপজেলা শাখার রাজ- ৮৮ নামক এই সংগঠনটির লোকজন ।

সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করে তারা এই সংগঠনটির নবায়ন করে নিয়ে আসে এই নবায়ন দিয়ে তারা দীর্ঘ- ৯ বছর চাঁদাবাজি মারপিট অত্যাচার জুলুম করে আসছে রজ-৮৮ লোকজনেরা
১-৩-২০২৩ ইং সম্পাদক নুরুজ্জামানের উপরে হামলা করে হামলায় মাথায় ও শরীরে চাক্কু রোড দিয়ে এলোপাতাড়ি ভাবে নুরুজ্জামানকে আঘাত করে মাথায় ইনজুরি চাক্কু দিয়ে পিছনে আঘাত করে মেরে ফেলার জন্য তাৎক্ষণিক ভাবে নুরুজ্জামানকে মেডিকেল হাসপাতালে নেওয়া হয় ৭-৩-২০২৩ ইং তারিখ পর্যন্ত নুরুজ্জামান মেডিকেলে হাসপাতালে ছিলেন।

এখন হাটি হাটি পা পা করে সংগঠনটি আবার সদস্য সংগ্রহ করাতে নুরুজ্জামানকে রাজ- ৮৮ লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করে।
ইতিমধ্য ১-৬-২০২৫ ইং রোজ রবিবার তারিখে -৩ ,৩০মিনিটে রাণীশংকৈল থানা থেকে সাধারণ সম্পাদক নুরুজ্জামানের কাছে ফোন আসে ফোনে ওসি সাহেব বলে আপনি কি চাঁদা উঠাচ্ছেন সাধারণ সম্পাদক বলল না আমরা চাঁদা উঠাচ্ছি না আমরা সদস্য সংগ্রহ করতেছি।
তারপরে ওসি সাহেব বলল আপনি আমার সঙ্গে দেখা করেন।
তাৎক্ষণিকভাবে খাওয়ার জন্য নুরুজ্জামানসহ সকলেই বাসায় গেলে এরই মধ্যে বিকাল ৪ ঘটিকার সময় রাজ -৮৮ লোকজন এসে আমাদের জিনিসপত্র টাকা-পয়সা টেবিল চেয়ার ব্যানার সাইনবোর্ড অফিস শাখা অফিস ভাঙচুর সব লুটপাট করে রাজ-৮৮ লোকজন নিয়ে চলে গেছে। ছিনতাইকারীরা হলেন:
রাণীশংকৈল উপজেলা শাখার রাজ-৮৮
তালিকা- ১ আব্দুল মালেক, বিএনপি শ্রমিক দলের সভাপতি -২ আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি এবং রাজ-৮৮ সভাপতি পিতা চেরচেরু- ৩ মোঃ সামসুল হক সভাপতি -৮৮
-৪ মোঃ মাসুদ রানা, পিতা মোশাররফ হোসেন,- ৫ মোঃ জাফর আলী, শ্রমিক লীগ সমন্বয় সহ-সভাপতি- ৬ মোঃ হযরত আলী, -৭ মোঃ জামিরুল ইসলাম,-৮ মোঃ জাফর আলী,পিতা আব্দুল কাসেম ভান্ডারা-৯ মোঃ মিজান আলী পিতা আব্দুর রহমান, সহোদর-১০ মোঃ রফিকুল ইসলাম, শান্তিপুর বাঁশবাড়ি -১১ আব্দুল মমিন পিতা ডেকিয়া মোহাম্মদ সাং খঞ্জনা
-১২ মোঃ আব্দুল মান্নান শ্রমিক লীগ
-১৩ মোঃ আনসার আলী,সভাপতি শ্রমিক লীগ -১৪ মোঃ আলমগীর রাজ-৮৮। – ১৫ মোঃ গোলাম রব্বানী, ওরফে চেমু সভাপতি পৌর শ্রমিক দল- ১৬ শ্রী সুজন ভ্যালু শাহা
-১৭ মোঃ নাসিরুল ইসলাম, শ্রমিক লীগ -১৮ মোঃ আদিল সাং মহল-১৯ মো আব্দুল কাশেম, সাং সহোদর
বাড়ি আরো ২০ থেকে ৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী নিয়ে আসে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানায় ১-৬ ২০২৫ ইং তারিখ অভিযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি তদন্ত না করেই আজকে-৫-৬-২০২৫ ইং যত
রাণীশংকৈল থানার ওসি বলেন তোমরা থানায় আসো, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন তদন্ত ছাড়া আমরা থানায় যাব না আপনি আগে তদন্ত করেন।