সেলফি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়: মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের জরিমানা অভিযান

- আপডেট সময় : ১১:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ, ৪ জুন ২০২৫ – যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেলফি পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার মানিকগঞ্জ এর সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। এর নেতৃত্বে মঙ্গলবার (৪ জুন) দুপুরে শহরের ঢাকা আরিচা মহাসড়ক জেলা কারাগার সামনে ধলেশ্বরী পেট্রোল পাম্প স্থান গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেলফি পরিবহনের একাধিক বাসচালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, নির্ধারিত ভাড়ার তুলনায় প্রতিটি যাত্রীর কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এ ধরনের অনৈতিক ও অবৈধ কার্যকলাপের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, “সরকার নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী পরিবহন সংস্থাগুলোকে ভাড়া নিতে হবে। যাত্রীদের অধিকার লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ আদায় কোন ভাবেই বরদাশত করা হবে না। যারা এই ধরনের অনিয়মে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আর অন্যান্যদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছিল তাদেরকে ভাড়া ফেরত দেওয়া হয়েছে
স্থানীয় যাত্রীদের অনেকেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন যাত্রী বলেন, “দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভাড়া আদায়ে আমরা অতিষ্ঠ ছিলাম। প্রশাসনের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি পাচ্ছি।”
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সাধারণকে নির্ধারিত ভাড়া সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং যেকোনো ধরনের ভাড়া সংক্রান্ত অভিযোগ সরাসরি ১৬১২১ বা জেলা প্রশাসনের হটলাইন ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভোক্তা অধিকার মানিকগঞ্জ এর সহকারী পরিচালক