সাতক্ষীরা কালিগঞ্জে পুলিশি অভিযানে গাঁজাসহ ১ যুবক আটক

- আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
ইন্দ্রজিৎ সরদার ২৬ নামে ১ মাদক কারবারিকে ১,শ গ্রাম গাঁজা সহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের জগবাড়িয়া কালভার্টের উপর থেকে বৃহস্পতিবার (৩০মে) রাত ১১ টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ইন্দ্রজিৎ সরদার নেঙী গ্রামের দুলাল সরদারের পুত্র। উক্ত ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে গতকাল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে । মামলা নং ১৩। আটককৃত মাদক কারবারিকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।