স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রইচপুর উত্তর পাড়া জামে মসজিদে দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৯:৩০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা:-
সাতক্ষীরা সদর রইচপুর, পৌর সাত নম্বর ওয়ার্ড ৩০ মে ২০২৫ স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রইচপুর উত্তর পাড়া জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রইচপুর পৌর সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মহসিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন পাড় এবং আলমগীর হোসেন আলম।
মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অসামান্য অবদানের কথা স্মরণ করা হবে। দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এমন একটি আয়োজন এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশা করছেন, এই দোয়া মাহফিল দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।