উজিরপুর হাসপাতালে অনিয়ম জেনেও স্বাস্থ্য কর্মকর্তা উল্টো ঘুষের পক্ষে সাফাই

- আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি চিকিৎসাসেবা নিতে একের পর এক উঠছে নানা অভিযোগ। বলা হচ্ছে—সরকারি সেবা প্রদানেও নানা অজুহাতে নেওয়া হচ্ছে টাকা।এমন অভিযোগের প্রমাণস্বরূপ এনটিভি অনলাইন টেলিভিশন চ্যানেলসহ ভিডিও বিভিন্ন সোস্যাল মিডিয়াতে ভাইরাল।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলীর তার সাথে পরামর্শ করে রোগীর কাছ থেকে টাকা আদায় করেন ওয়ার্ড বয় নাজমুল হুদা। বিষয়টি গণমাধ্যমে উঠে আসে।নাজমুল হুদাকে ফোনে ফোন দিলে -এ সময় তিনি কল কেটে দেন। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যস্ত পাওয়া যায়।পরে জানতে চাওয়া হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলীর কাছে – গনমাধ্যম কর্মীদের জানান এই স্বাস্থ্য কর্মকর্তা আউট সোর্সিংয়ে চাকরি করে ২৯ মাস বেতন না পেলে কেউ যদি কিছু দেয়, আপনি বলেন, সেটি কী হতে পারে?
বরিশাল সিভিল সার্জন ডা. এস.এম.মনজুর-এ-এলাহীর কাছে জানতে চাইলে তিনি মিডিয়া কর্মীদের বলেন, বেতন পান কি পান না, তা সরকরি সিদ্ধান্তের বিষয়। এর সাথে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সম্পর্ক বা অধিকার থাকতে পারে না। এটি শতভাগ অন্যায়। তিনি আরও বলেন, আমার ওপর আস্থা রাখতে পারেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব। এ বিষয়ে আমি অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেব।