মণিরামপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

- আপডেট সময় : ০৮:১৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মণিরামপুর:-
আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ্য অসহায়দের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করেছে মণিরামপুর পৌরসভা।
গত ২৪শে মে শনিবার পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ম দিনে ১নং হাকেবা,২নং গাংড়া,৩নং মণিরামপুর,৪নং দূর্গাপুর ও ৫নং তাহেরপুর ওয়ার্ডের মধ্য দিয়ে চাউল বিতরণ এ কর্মসূচির উদ্বোধন করেন মণিরামপুর পৌরসভার নবাগত সচিব মোঃ তফিকুল আলম।২য় দিন রবিবার পৌরসভার ৬নং জুড়ানপুর,৭নং মোহনপুর,৮নং কামালপুর ও ৯নং বিজয়রামপুর ওয়ার্ডে চাউল বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ কার্যক্রম।
বিনামূল্যে বিতরণী অসহায় দুস্থ্যদের জন্য সরকারি ভিজিএফ চাউলের এ সুবিধা নিতে আসতে দেখা গেছে পৌরসভার স্বচ্ছল ও অর্থবিত্তশালী এমনকি ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার কার্ডধারীদের।
বিছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুশৃঙ্খলভাবে ২দিনব্যাপী এ বিতরণ কর্মসূচি শেষ হয়েছে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
একজন সেবা গ্রহীতা একাধিক ব্যাক্তির মাধ্যমে ২/৩টা কার্ডের চাউল নিয়েছে এমন তথ্য আছে।এর কারনে শেষ সময়ে অনেকেই মাথা প্রতি ৪/৫কেজি চাউল নিয়ে আক্ষেপও প্রকাশ করেছে।
এখানে নতুন এসেছি,সকলের সহযোগিতা থাকলে পৌরবাসীকে সঠিক ও দ্রুত সময়ে সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন মণিরামপুর পৌরসভা নবাগত সচিব মোঃ তফিকুল আলম।