ফটিকছড়ি বখতপুর দায়রা বাড়ি স্কুলে নতুন এডহক সভাপতি নিযুক্ত

- আপডেট সময় : ০৭:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ:- চট্টগ্রাম দক্ষিণ ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী পুটানো শিক্ষা প্রতিষ্ঠান বক্তপুর দায়রা বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অত্র স্কুলের সাবেক কৃতি ছাত্র, এলাকার কৃতিসন্তান, চট্টগ্রাম ইডেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের কর্মপরিষদ সদস্য (রোকন) ও সি,বি,এফনেতা (সভাপতি- মুরাদপুর-চাঁদগাও অঞ্চল) আলহাজ্ব রাশেদুল আলম মনজু। মন্জু সভাপতি নিয়োগ পাওয়াই এলাকার অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সবাই আশা করেন লেখাপড়ার মানোন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন ও অত্র স্কুলের চলমান বিভিন্ন সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। স্কুলের দীর্ঘদিনের সুনাম ফিরিয়ে আনতে ওনি বলিষ্ট নেতৃত্ব দিতে পারবেন। এই ব্যাপারে নবনিযুক্ত সভাপতি বলেন, আমি সভাপতি হিসেবে নয় এলাকার সন্তান হিসেবে, স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সাথে নিয়ে, আপনাদের পরামর্শে আমি এই বিদ্যালয়কে পুনরায় উত্তর চট্টলার জমিনে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। আশা করি সবাই সকল মতভেদ ভুলে স্কুলের স্বার্থে পাশে থাকবেন ও আমাকে সহযোগিতা করবেন এই আশা রাখি।