ধলবাড়ীয়ার জনপ্রিয় ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফা বাবার কবরের পাশে সমাহিত হলেন

- আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
আজ (২২ মে) বৃহস্পতিবার যোহর নামাজ শেষে নিজগ্রাম বাজুয়াগড় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে সমাহিত হলেন জনপ্রিয় ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফা। গত ১৫ মে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বেলা সাড়ে এগারোটার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনপ্রিয় ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফার জানাজা নামাজে উপস্থিত ছিলেন তাঁর বড়ভাই বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী, সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার ,জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, আইনজিবী,ব্যবসায়ী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ভক্তবৃন্দ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।