ফোন নাম্বার ব্লক রাখায় প্রেমিকাকে ছুরি মারলো প্রেমিক

- আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের দক্ষিণপাড়ার আরিফুল শেখের মেয়ে রুকাইয়া খাতুন(১৮) নামের এক যুবতীকে তারই প্রেমিক একই গ্রমের উত্তরপাড়ার আরিফুল ইসলামের ছেলে তানভীর হোসেন(১৯) তার ফোন নাম্বার ব্লাকলিস্টে রাখার কারনে রুকাইয়ার বাড়িতে এসে টেনে ছিচড়ে বের করে এলোপাতাড়ি ভাবে ছুরি মারার অভিযোগ উঠেছে।
আহত রুকাইয়া খাতুন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।এ ব্যাপারে ক্ষতিগ্রস্থের পিতা আরিফুল শেখ বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৯শে মে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাশিপুর উত্তরপাড়া গ্রামের মোঃ আরিফুল ইসলামের ছেলে তানভীর হোসেন (১৯),তানভীরের সহযোগী রাহাত আলী সহ কয়েকজন যুবক হঠাৎ একই গ্রামের উত্তরপাড়ার আরিফুল শেখের বাড়িতে ঢুকে তার মেয়ে রুকাইয়া খাতুনকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায়।
তথ্য আছে,অভিযুক্ত তানভীরের সাথে রুকাইয়ার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো।পারিবারিক চাপে পড়ে রুকাইয়া খাতুন তার প্রেমিক তানভীরের সাথে সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেই।এ নিয়ে প্রায়ই তানভীর রাস্তাঘাটে রুকাইয়াকে বিভিন্নভাবে উত্তাক্ত করতো।সর্বশেষ ঘটনার দিন থেকে রুকাইয়া খাতুন তার প্রেমিকের (তানভীর)ফোন নাম্বার ব্লক করায় ক্ষিপ্ত হয়ে তানভীর ১৯শে মে রাত ৮টার দিকে তার কয়েকজন সহযোগীকে নিয়ে রুকাইয়ার বাড়িতে যেয়ে ঘর থেকে বের করে এনে ছুরিকাহত করে পালিয়ে যায়।
ভিকটিমের পিতা আরিফুল শেখ জানান,ঘটনার সময় আমি কাঁঠালতলা বাজারে ছিলাম।এ ঘটনা শুনে আমি দ্রুত বাড়িতে যেয়ে দেখি আমার মেয়ে রক্তান্ত অবস্থায় পড়ে আছে।আমি এর সঠিক বিচার চাই।
এ বেপারে সুষ্ঠু তদন্তের পরিপেক্ষিতে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।