সংবাদ শিরোনাম :  
                            
                            যশোর পৌরকাউন্সিলরকে মদ্যপানে লিপ্ত অবস্থায় আটক করেছে ডিবি
 
																
								
							
                                
                              							  স্টাফ রিপোটার									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে

যশোরে রানিং পৌরকাউন্সিলর বহুল আলোচিত জাহিদ হোসেন মিলন ও তার সহযোগী ৩ জনকে আটক করেছে গত রাত আনুমানিক ৯.০০ দিকে।
কোতয়ালী থানার ( অপারেশন) বিশ্বাস জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পালবাড়ী কাচা বাজার এলাকার সংলগ্ন জৈনক ওহায়িদের ভাড়া দেওয়া ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালায় দেখা যায় সেখানে কিছু লোক মদ্যপান করছে। পুলিশ সেখান থেকে আলোচিত মিলনসহ আরো তিন জনকে আটক করে।
স্থানীয়সূত্রে যানা যায়, উজ্জল ও হিমেলের ইন্টারনেট ব্যবসার অফিস রয়েছে সেখানে প্রায় সময় মিলন ও তার দলবল নিয়ে প্রায় মদ্যপানের আড্ডা দেয়। পুলিশ জানতে পেরে রাতে এসে মিলন ও তার ৩ জন সহযোগীকে আটক করে।
 
																			 
										
























