হাবিপ্রবির মোবাইল ড্রায়ার উদ্ভাবনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন

- আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

হাবিপ্রবি প্রতিনিধি:-
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগ থেকে মো. শাহরিয়ার আলম ‘মাল্টি-ক্রপ মোবাইল ড্রায়ার’ এর ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন।
‘ডেভলপমেন্ট এন্ড পারফরমেন্স ইভালুয়েশন অফ এ মাল্টি-ক্রপ মোবাইল ড্রায়ার’ শীর্ষক গবেষণাটি তিনি অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকারের তত্ত্বাবধানে ২০১৮ সালে শুরু করেন। কো-সুপারভাইজার হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ড. মো. মারুফ আহমেদ।
হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল গত ২৭ ফেব্রুয়ারি ডিগ্রি অনুমোদন করে এবং ১৭ মে তার হাতে সনদ তুলে দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।
পিএইচডি অর্জনের অনুভূতি প্রকাশ করে শাহরিয়ার বলেন, “বাংলাদেশের কৃষকদের সমস্যার সমাধানে কাজ করেছি, ভবিষ্যতেও এ লক্ষ্যেই কাজ করে যেতে চাই।”
এই মোবাইল ড্রায়ার উদ্ভাবনের প্রধান গবেষক অধ্যাপক ড. সাজ্জাত হোসেন সরকার এর আগে ‘এইচএসটিইউ মাল্টি ক্রপ ড্রায়ার’ এবং ‘এইচএসটিইউ মোবাইল গ্রেইন এন্ড সীড ড্রায়ার’ উদ্ভাবন করে সাড়া ফেলেছেন, যা ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ বলেন, “এই সাফল্য আমাদের বিভাগের জন্য গর্বের এবং গবেষণার মান উন্নয়নে এটি বড় অনুপ্রেরণা।”