আমরা কুরআন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি” — শেখ রিয়াদ, সভাপতি, ইসলামী ছাত্র শিবির, হাবিপ্রবি

- আপডেট সময় : ০৭:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

হায়দার আলী, হাবিপ্রবি প্রতিনিধি:-
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মঙ্গলবার, ১৩ মে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মুশফিকুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আরমান হোসেন এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক।
অনুষ্ঠানে ১১ মে ১৯৮৫ সালের কুরআন দিবসের পটভূমি নিয়ে আলোচনা করা হয়। এ সময় হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াদ বলেন, “আমরা কুরআন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আমাদের হাতে যে কুরআন আছে, সেটি পড়ে, গবেষণা করে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। তখন আমাদের ক্যাম্পাস জীবন আলোকিত হবে।”
কেন্দ্রীয় আইন সম্পাদক বলেন, “আমরা কুরআনকে ভিত্তি করে নিজের জীবন গড়ব, সমাজ গঠন করব, এবং দেশ পরিচালনার আদর্শ স্থাপন করব।” তিনি নিয়মিত কুরআন পাঠ করে তা আত্মস্থ করার মাধ্যমে সত্য ও সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে প্রতি বছর ১১ মে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ‘কুরআন দিবস’ হিসেবে পালন করে আসছে।