ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দুমকীতে পূজা মন্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময় বিদায়ের সুরে শ্যামনগরের পূজা মণ্ডপগুলো

সাতক্ষীরার কালীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে নায়েবে আমির ডাঃ মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-

নির্বাচন নিয়ে নানা ধ্রমজাল সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কার করতে চাই সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না। এজন্য নির্বাচন নিয়ে নানা অজুহাতের চেষ্টায় দেশ বিরোধী ও ৫ আগস্টের চেতনা বিরোধী। ফ্যাসিবাদ ঘটানোর সময় আমাদের কোন বিভাজন ছিল না। কে আলেম, কে জালেম ,কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোন বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোন আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা চাদাবাজ ,দখলবাজ ,দুর্নীতিবাজ, চোরাকারবারী, লুণ্ঠনকারী অনৈতিকভাবে অধপতিত কাউকে ভোট দেবো না। আমাদেরকে ইসলামী পন্থীরা মনে করে আমরা পলিটিক্যাল পার্টি অন্যদিকে তার মতের নিকটবর্তী দলের লোকেরা মনে করে আমরা মোল্লা মৌলভী পর্যায়ের ব্যক্তি। তাহলে জামায়াতের কর্মী হিসেবে আমার পরিচয় কি। তিনি আরো বলেন জনগণের কাছে জামায়াতে ইসলামীর জন্য নিজস্ব পরিচয় স্পষ্ট করতে হবে। সে জন্য কর্মীদেরকে আরো বেশি ইসলামী জ্ঞানের অধিকারী হতে হবে। আরো জন সম্পৃক্ততা হয়ে সামাজিক কাজকে বেগবান করতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশকে জামায়াত একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে এখনো কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি আবারও বলেন চাঁদাবাজ, স্বৈরাচারী ,সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন নির্বাচন কমিশন সহ সকল খাতকে দ্রুত সংস্কার গণহত্যার বিচার সম্পন্ন করে করে নির্বাচন দিতে হবে। এদেশে যারা ক্ষমতায় ছিল তারা চাঁদাবাজি লুটপাট দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি। আওয়ামী লীগ বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেশ সেবার সুযোগ দিলে দেশে সত্য ,ন্যায়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ।আওয়ামী লীগ ২৩৫ বিলিয়ন ডলার পাচার, লুটপাট করেছে। জমায়াত ক্ষমতায় এলে সব টাকা ফিরিয়ে আনবো। জামায়াতের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। নৈতিকতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। আগামী নির্বাচনে ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ । জামায়াত ক্ষমতায় এলে স্বাধীনতা ,সার্বভৌমত্ব টেকসই অর্থনীতি হবে । নারীর সমান অধিকার নিশ্চিত করা হবে । পৃথিবীতে অর্ধেকের বেশি নারী তাই নারী সংস্কারকরা নারীদেরকে যে অসম্মান ও মর্যাদাহানি করেছে আমরা সেটা কখনো করতে দেবো না। দেশে কোন সংখ্যালঘু ,সংখ্যাগুরু বলে কিছু নাই । সবাই আমরা বাংলাদেশী । স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি । গত জুলাই আন্দোলনে ৫ আগস্ট আবার মানুষ স্বাধীনতা লাভ করেছে । ভারতে যখন মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় তখন আমাদের দেশের হিন্দুদের বাড়ি মন্দির আমরা পাহারা দেই। এটাই বাংলাদেশের সংস্কৃতি। তাই আগামী নির্বাচনে সবাইকে সত্য ও ন্যায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিতে বলেন । এরপর তিনি মঞ্চে ডেকে সাতক্ষীরা – ৩ আসনে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল টিমের সদস্য ও সাবেক সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা সূরা সদস্য ও কর্মপরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম কে প্রার্থী হিসেবে ঘোষণা করে ভোট প্রার্থনা করেন । বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে ১৭ বছর পর প্রকাশ্যে সকাল ৯ টায় মহিলা এবং বিকাল ৩ টায় পুরুষ কর্মী সম্মেলনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক , বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল টিমের সদস্য ও সাবেক সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামের সাতক্ষীরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল , বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুরুল হুদা ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলার ইমামুল ইসলাম , শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শফিকুল আলম প্রমূখ। এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়,জেলা, উপজেলা পর্যায়ের জামায়াত এবং ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। শনিবারের কর্মী সম্মেলন কে কেন্দ্র করে উপজেলা জুড়ে ১২টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ভোর হতে বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামের নারী নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে সংরক্ষিত মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলা কর্মী উপস্থিত হলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকাল ৩ টা হতে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন এবং মিছিল সহকারে মাঠে প্রবেশ করলে মাঠ ভরে যায়। বিকাল সাড়ে ৪ টার মধ্যে লক্ষ জনতার কর্মী সমাবেশে রূপ নেয়। ওই সময় রাস্তায় যানজটের সৃষ্টি হলে সকাল থেকে শত শত জামায়াত ইসলামের স্বেচ্ছা সেবকরা বিভিন্ন সড়কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এছাড়াও থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ স্থল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেক পোস্ট বসানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

সাতক্ষীরার কালীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে নায়েবে আমির ডাঃ মোহাম্মদ তাহের

আপডেট সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-

নির্বাচন নিয়ে নানা ধ্রমজাল সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কার করতে চাই সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না। এজন্য নির্বাচন নিয়ে নানা অজুহাতের চেষ্টায় দেশ বিরোধী ও ৫ আগস্টের চেতনা বিরোধী। ফ্যাসিবাদ ঘটানোর সময় আমাদের কোন বিভাজন ছিল না। কে আলেম, কে জালেম ,কে সাধারণ জনতা, কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোন বিভাজন ছিল না। সেই যুদ্ধে একটি সিদ্ধান্ত ছিল আধিপত্যবাদী হাসিনাকে হটাতে হবে। এখন আরেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোন আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না। আমরা চাদাবাজ ,দখলবাজ ,দুর্নীতিবাজ, চোরাকারবারী, লুণ্ঠনকারী অনৈতিকভাবে অধপতিত কাউকে ভোট দেবো না। আমাদেরকে ইসলামী পন্থীরা মনে করে আমরা পলিটিক্যাল পার্টি অন্যদিকে তার মতের নিকটবর্তী দলের লোকেরা মনে করে আমরা মোল্লা মৌলভী পর্যায়ের ব্যক্তি। তাহলে জামায়াতের কর্মী হিসেবে আমার পরিচয় কি। তিনি আরো বলেন জনগণের কাছে জামায়াতে ইসলামীর জন্য নিজস্ব পরিচয় স্পষ্ট করতে হবে। সে জন্য কর্মীদেরকে আরো বেশি ইসলামী জ্ঞানের অধিকারী হতে হবে। আরো জন সম্পৃক্ততা হয়ে সামাজিক কাজকে বেগবান করতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশকে জামায়াত একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে এখনো কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি আবারও বলেন চাঁদাবাজ, স্বৈরাচারী ,সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন নির্বাচন কমিশন সহ সকল খাতকে দ্রুত সংস্কার গণহত্যার বিচার সম্পন্ন করে করে নির্বাচন দিতে হবে। এদেশে যারা ক্ষমতায় ছিল তারা চাঁদাবাজি লুটপাট দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি। আওয়ামী লীগ বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেশ সেবার সুযোগ দিলে দেশে সত্য ,ন্যায়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ।আওয়ামী লীগ ২৩৫ বিলিয়ন ডলার পাচার, লুটপাট করেছে। জমায়াত ক্ষমতায় এলে সব টাকা ফিরিয়ে আনবো। জামায়াতের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। নৈতিকতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। আগামী নির্বাচনে ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ । জামায়াত ক্ষমতায় এলে স্বাধীনতা ,সার্বভৌমত্ব টেকসই অর্থনীতি হবে । নারীর সমান অধিকার নিশ্চিত করা হবে । পৃথিবীতে অর্ধেকের বেশি নারী তাই নারী সংস্কারকরা নারীদেরকে যে অসম্মান ও মর্যাদাহানি করেছে আমরা সেটা কখনো করতে দেবো না। দেশে কোন সংখ্যালঘু ,সংখ্যাগুরু বলে কিছু নাই । সবাই আমরা বাংলাদেশী । স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি । গত জুলাই আন্দোলনে ৫ আগস্ট আবার মানুষ স্বাধীনতা লাভ করেছে । ভারতে যখন মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় তখন আমাদের দেশের হিন্দুদের বাড়ি মন্দির আমরা পাহারা দেই। এটাই বাংলাদেশের সংস্কৃতি। তাই আগামী নির্বাচনে সবাইকে সত্য ও ন্যায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিতে বলেন । এরপর তিনি মঞ্চে ডেকে সাতক্ষীরা – ৩ আসনে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল টিমের সদস্য ও সাবেক সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা সূরা সদস্য ও কর্মপরিষদের সদস্য কাজী নজরুল ইসলাম কে প্রার্থী হিসেবে ঘোষণা করে ভোট প্রার্থনা করেন । বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে ১৭ বছর পর প্রকাশ্যে সকাল ৯ টায় মহিলা এবং বিকাল ৩ টায় পুরুষ কর্মী সম্মেলনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক , বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল টিমের সদস্য ও সাবেক সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামের সাতক্ষীরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল , বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুরুল হুদা ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলার ইমামুল ইসলাম , শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শফিকুল আলম প্রমূখ। এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়,জেলা, উপজেলা পর্যায়ের জামায়াত এবং ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। শনিবারের কর্মী সম্মেলন কে কেন্দ্র করে উপজেলা জুড়ে ১২টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ভোর হতে বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামের নারী নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে সংরক্ষিত মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলা কর্মী উপস্থিত হলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকাল ৩ টা হতে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন এবং মিছিল সহকারে মাঠে প্রবেশ করলে মাঠ ভরে যায়। বিকাল সাড়ে ৪ টার মধ্যে লক্ষ জনতার কর্মী সমাবেশে রূপ নেয়। ওই সময় রাস্তায় যানজটের সৃষ্টি হলে সকাল থেকে শত শত জামায়াত ইসলামের স্বেচ্ছা সেবকরা বিভিন্ন সড়কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এছাড়াও থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ স্থল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেক পোস্ট বসানো হয়।