দুর্ঘটনার ঝুঁকিতে ঢাকুরিয়া বাজারের তিন মোড়: বণিক সমিতি ও এলাকাবাসীর জোর দাবি ট্রাফিক বিট স্থাপনের

- আপডেট সময় : ১০:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রাণকেন্দ্র ঢাকুরিয়া বাজারের তিনটি গুরুত্বপূর্ণ মোড় — কলেজ মোড়, ব্রহ্মপুর মোড় ও কাটাখালী মোড় — প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চালকদের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
গত ৬ই মে একটি হৃদয়বিদারক ঘটনার সময়, একটি ছোট শিশু ও ঢাকুরিয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতির প্রাণ রক্ষা পায় মাত্র আল্লাহর অশেষ রহমতে, যখন একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিতে গিয়েও শেষ পর্যন্ত থেমে যায়। এর রেশ কাটতে না কাটতেই, ৮ই মে ধান বহনকারী একটি টলি ও মাটি পরিবহনকারী মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, যা আরও একবার এই তিনটি মোড়ের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রমাণ দেয়।
এই পরিস্থিতিতে ঢাকুরিয়া বাজারের সাধারণ জনগণ, বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে মনিরামপুর উপজেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে — যেন অতি দ্রুত উল্লিখিত তিনটি মোড়ে ছোট পরিসরে হলেও ট্রাফিক বিট স্থাপন করা হয়।
বাজারে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যানবাহন ও পথচারীরা চলাচল করে। কিন্তু এসব গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কোন স্থায়ী ব্যবস্থা না থাকায়, প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
ঢাকুরিয়া বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আশাবাদ, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই তিনটি মোড়ে ট্রাফিক বিট স্থাপন করবেন, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং জননিরাপত্তা নিশ্চিত হয়।