মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

- আপডেট সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি:-
মানিকগঞ্জে বেতন, যোগ্যতা, জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – জেলা নাজির আব্দুল কাদের মোল্লা, চিফ জুডিশিয়াল আদালতের নাজির শামসুল কবির, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন শিকদার, জেলা জজ আদালতের নায়েব নাজির খাইরুল কবির, জেলা জজ আদালতের প্রধান তুলনাকারক আনিসুর রহমান, জেলা জজ আদালতের জারিকারক মোহাম্মদ সেলিম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানোগ্রাফার মশিউর রহমান, নারী ও শিশু জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আবুল হোসেন, জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হারিসুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মোহাম্মদ আল মামুন, সদর জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রাজ্জাক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তুলনা সহকারী মশিউর রহমান খান প্রমুখ।
কর্মবিরতিতে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে দীর্ঘ দিন ধরেই এই সংকট মোকাবেলার চেষ্টা চলে আসছে। তবুও দৃশ্যমান কোনো সুফল আমরা পাইনি। এর ফলে আমরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক।