সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার গুরুতর আহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৩ এপ্রিল সকাল ১০ টা ঘটিকায়। জানা যায়, এক রোগীর আত্মীয় হঠাৎ করেই জরুরি বিভাগে প্রবেশ করে ডা. তানভীর হোসেনের ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।আর এম ও ডা: ফায়সাল আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পর্যবেক্ষণ করেন। পুলিশ ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও সহকর্মী চিকিৎসকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং হামলাকারী কে – তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।