মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক দালা সহ অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

- আপডেট সময় : ১০:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:১। গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার আছাদুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৭ জন (পুরুষ-২, মহিলা-২ এবং শিশু-৩) ধুর আটক করা হয়।
২। গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা পরিচালনা করে মানবপাচারে সহায়তাকারী দালাল মহাসেন বিশ্বাস (১৯), পিতা-আলমগীর বিশ্বাস, গ্রাম-হুদাপাড়া, ডাকঘর-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে ০১টি মোটরসাইকেলসহ ০৫ জন (পুরুষ-২, নারী-২ এবং শিশু-১) ধুর আটক করা হয়।
৩। অদ্য ০১ মে ২০২৫ তারিখ আনুমানিক ১২২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর হতে সুবেদার মোঃ শরাফত আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৪ জন (পুরুষ-২ এবং মহিলা-২) ধুর আটক করা হয়।