কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত

- আপডেট সময় : ০৯:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১ মে ) বিকাল ৫ টার দিকে জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা কার্যালয় হইতে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালীর পরিচালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমীর বাংলাদেশ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মথুরেশপুর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আজগার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিকুল হাসান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মামুন বিল্লাহ,আব্দুল গফুর, মাহবুব আলম সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার আলোচনায় বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রম নীতির উপর প্রতিষ্ঠিত, শ্রমিকরা যাহাতে শ্রমের ন্যায্য অধিকার পেতে পারে সকলকে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান।