সাতক্ষীরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:- সাতক্ষীরায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শনিবার ১৯ এপ্রিল সকাল ১১টায় এ সময় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিক মুস্তাফিজুর রহমান উজ্জল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস, সহ সাতক্ষীরার কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাতক্ষীরার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সাংবাদিক আরিফুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান সাংবাদিক মহল।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাশুনি থানাকে এফ আই আর’র গ্রহণের নির্দেশ দেন। সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি মূলক মামলার বাদী মাজেদা এবং মদদ দাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।