রাউজানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

- আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান:-
বাংলা নববর্ষ এ দেশের একটা প্রাচীনতম ঐতিহ্য। পহেলা বৈশাখ পালনের মধ্যদিয়া এদেশের বাঙ্গালি জাতির ঐতিহ্য ধরে রেখেছে। এইদিন পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ১৪ এপ্রিল সোমবার এই নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল ৯টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ যোগাযোগ বিষয়ক সসম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ হেলান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, উত্তর জেলা যুুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ রেওয়াজ, শহীদ জিয়া স্মৃতি সংসদ রাউজানের সভাপতি জাবের উদ্দিন জাবেদ প্রমুখ। বাঙালির প্রাণের এই উৎসবে ছিল পান্তা ইলিশের আয়োজন।ইউএনও বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক।