৫৪ বছর পরে দাদার প্রত্যেক সম্পত্তি এক একর – ৭৬ শতাংশ জমি ফেরত পেলেন

- আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাঝটলা গ্রামের মমতাজ আলী এক একর ৭৬ শতাংশ জমি বাপ দাদার প্রত্যেক সম্পত্তি জবর দখল করে ছিলো,একই এলাকার প্রভাবশালী ভূমিদস্য মফিজ, আক্কেল, মুন্সী, কাদের, এর ছেলেরা জব্বার, নজরুল, রফিকুল, মিজান, পয়গম, হোসেন, রশিদ ,কাশিম,
রাণীশংকৈল উপজেলার তৎকালীন ক্ষমতাশীল নেতৃত্ব নেতাদের ক্ষমতার গরমে হতদরিদ্র মনতাজের পরিবারে সবাইকে ভয়-ভীতি দেখিয়ে আসছিল বর্তমানে দেশের সুশাসনের কারণে খলিলের পিতার সম্পত্তি ফেরত পায় তার ছেলে মনতাজ আলী এলাকার সাধারণ মানুষের কাছে জানা যায়, দীর্ঘদিন থেকে মুফিজের ছেলেদের বলে আসছে খলিলের ছেলে মমতাজ, আপনারা আমার বাপ দাদার সম্পত্তি কিভাবে নিয়েছেন আমাকে কাগজপত্র দেখান স্বাধীনের পর থেকে বলে আসছে কিন্তু আক্কেল মুন্সির ছেলেরা কোন কথা শুনেনি উল্টা খলিলের এর ভাই ছেলেদের উপর হুমকি দেয় ভুক্তভোগী মমতাজ আইনের আশ্রয় নেয়।বিভিন্ন কাগজপত্র দেখায় দলিল সূত্রে খলিলের ছেলে মমতাজ আলী জমির মালিক এমন অবস্থায় হতদরিদ্র পরিবারের সবাইকে নিয়ে বাপ দাদার সম্পত্তি বুঝিয়া লয়। জমিতে কিছু বীজ রোপন করেন হত দরিদ্র পরিবারটি এতে কোন ঘটনা ঘটেনি।