সাতক্ষীরায় পৃথক অভিযানে আ.লীগ ও ছাত্রলীগ নেতাসহ দুইজন আটক

- আপডেট সময় : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মো: জাহিদ হাসান, নিজস্ব সংবাদদাতা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতি ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। গতকাল ১১/০৪/২০২৫ দিনভর পৃথক সময় ও স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলম (৫৫)। তিনি ওই এলাকার মৃত সোনাউল্লাহর পুত্র। অপরজন হলেন নিষিদ্ধ সংগঠন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান (৩০), পিতা মোঃ কাউসার আলী, গ্রাম জাহানাবাদ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং হাসানুজ্জামানকে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে আটক করে।
তিনি আরও জানান, সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী ও আসামি গ্রেফতারসহ সকল ধরনের অভিযান অব্যাহত রয়েছে।