রাণীশংকৈলে বৈরী আবহাওয়ার কারণে শাপলা রানীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়ায় পরীক্ষা দেওয়া হলো না
																
								
							
                                - আপডেট সময় : ১১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
 

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:আজ ১০ এপ্রিল  সারাদেশে  শুরু হয়েছে  এসএসসি পরীক্ষা। সেই প্রেক্ষিতে  ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল   উপজেলায় এসএসসি পরীক্ষার শুরু হয় সকাল দশটায়। আজকের আবহাওয়ার প্রতিকূলে  বিভিন্ন এলাকায়  সকাল থেকে ঝড়   বৃষ্টি  শুরু হয় । ঝড় বৃষ্টির কারণে  মীরডাংগী গার্লস স্কুলের শিক্ষার্থী  শাপলা রানী পরীক্ষা কেন্দ্রে  প্রবেশ করতে ১০ মিনিট দেরি হয় ।
শিক্ষার্থী দেরি হাওয়ায় পরীক্ষা দিতে রাজি হয়নি পরীক্ষার কেন্দ্রের সচিব রুহুল আমিন ।  পরে  শিক্ষার্থী শাপলা রানী কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগের  ভাইরাল ভিডিও দেখে  উপজেলা নির্বাহী অফিসার  সামিউল মাজলুবিন কে ফোন দেওয়া হয় ।  নির্বাহী অফিসার  ফোন পেয়ে  তাৎক্ষণিকভাবে  পরীক্ষার অনুমতি দেন  পরীক্ষা হলের কেন্দ্র সচিব রুহুল আমিনকে।  পরে শিক্ষার্থী শাপলা রানীকে ডেকে  ১১.৪৫ মিনিটে পরীক্ষা দিতে শুরু করেন।
পরীক্ষার শেষে শাপলা রানী বলেন, মনটাকে শান্তনা দেওয়ার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । আমাকে এমসিকিউ পরীক্ষা দিতে দেয়নি । আমার ৫ বছরের সাধনা নষ্ট করলো  এই পরীক্ষা কেন্দ্রের সচিব রুহুল আমিন।  তিনি ইচ্ছা করলে আমাকে পরীক্ষা  দেওয়ার অনুমতি দিতে পারতেন ।  তাই রুহুল আমিনের  বিচার চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাজলুবিন বলেন, এসএসসি পরীক্ষার্থীর  শাপলা রানী পরীক্ষা দিতে না পারায় জানতে পাইলে তাৎক্ষণিক  উদ্ধতন কর্মকতার সাথে যোগাযোগ করে পরীক্ষা দেওয়ার  ব্যবস্থা করে দিয়েছি।   #
																			
										





















