জাতীয়তাবাদী তরুণদল রংপুর বিভাগীয় পূর্ব কমিটি বিলুপ্তি ও নতুন কমিটির অনুমোদন

- আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

মোঃ নুরআলম শাহীন,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, জনাব ডা: মো: আবু বকর সিদ্দিক
ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলামের যৌথ সিদ্ধান্তের আলোকে, রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী তরুণদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে,
দলকে আরও বেশি শক্তিশালী ও বেগবান করার লক্ষে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে দীর্ঘদিন রাজপথে থেকে নিজেকে প্রমানিত করা জননেতা জনাব এম. সোহেল আলমকে।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে দিনাজপুরের ত্যাগী জননেতা জনাব শাহনেওয়াজ হোসেন মিন্টুকে।
এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনে দিনাজপুর সরকারি কলেজের অন্যতম নেতা জনাব মোঃ শরিফুল ইসলাম শিমুলকে।
অনুমোদিত কমিটির সভাপতি জনাব এম সোহেল আলম মিডিয়াকে বলেছেন উক্ত আহ্বায়ক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি সুসংহত করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও রাষ্ট্র পরিচালনায় স্বাধীন পররাষ্ট্রনীতি সমুন্নত রেখে সুন্দর সমৃদ্ধশালী একটি স্বনির্ভর দেশ উপহার দেওয়াই জাতীয়তাবাদী দল বিএনপি’র মুখ্য উদ্দেশ্য। সাংগঠনিক কাজের ব্যাপ্তি বৃদ্ধি করে রংপুর বিভাগের সকল জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুনদলের কার্যক্রমে জনগণের আস্থা অর্জনে ব্যাপক ভূমিকা রাখতে হবে। আগামীর বাংলাদেশ সাম্য-ন্যায়বিচার এবং সুখী সমৃদ্ধশালী হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। ইনশাআল্লাহ