সুবল কাটি বালিকা বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি. জাকির হোসেন

- আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

এমদাদুল হক,মনিরামপুর প্রতিনিধিঃ- যশোরের মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ জাকির হোসেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ, স্থানীয় সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে নতুন এড হক কমিটির সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সভাপতি মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ‘‘শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, এবং এই বিদ্যালয়ের উন্নয়নকে আরও একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’’
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে এবং ভবিষ্যতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং শিক্ষার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘‘এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং আমি সকলের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি উন্নত পরিবেশ তৈরি করতে পারি।’’
সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এছাড়া, স্থানীয় সুধীজনরা তাকে এই পদে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এবং মোঃ জাকির হোসেন এর যোগ্যতা ও দক্ষতা বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
, মোঃ জাকির হোসেন, যিনি ইতিমধ্যেই মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন, তার দক্ষতা ও প্রজ্ঞার জন্য এলাকাবাসীর মধ্যে একটি বিশেষ শ্রদ্ধা অর্জন করেছেন।
এই নতুন দায়িত্বে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় আরও অগ্রগতি ও উন্নতি লাভ করবে, এমন আশা স্থানীয়দের মধ্যে ব্যক্ত হয়েছে।