সংবাদ শিরোনাম :
নীলফামারীতে ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:-নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার রাতে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাসায় অভিযান চালায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি-২) এর একটি অভিযানিক দল। এ সময় বাড়ি তল্লাসী করে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার হন সিরাজুল ইসলাম(৪০) ও তার স্ত্রী আঁখি বেগম(৩৫)।র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।