সাতক্ষীরা দেবহাটা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জেলা বিএনপি আহ্বায়ক সদস্য মহিউদ্দিন সিদ্দিকী

- আপডেট সময় : ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

জিএম আব্বাসউদ্দীন:সাতক্ষীরা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক অন্যতম সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতার নতুন এক প্রাপ্তি অর্জন করেছে।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে তাক্বওয়ার গুণাবলি সৃষ্টি করতে সাহায্য করে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে সাহায্য করে। ঈদে ধনী-গরীব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক।
ঈদ আমাদের মাঝে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতু গড়ে তোলে। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।