নবনীল ফাউন্ডেশন-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ১১:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম ,স্টাফ রিপোর্টার নীলফামারী:-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবনীল ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
শনিবার,অন্যান্য নির্দিষ্ট দিন সকালে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঈদ সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
নবনীল ফাউন্ডেশন-এর এক সদস্য বলেন, “ঈদ সব মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তবে সমাজের কিছু মানুষ আছেন যারা আর্থিক অসচ্ছলতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন।
আমরা চাই, তারা যেন পরিবারের সঙ্গে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
উপস্থিত সুবিধাভোগীরা ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নবনীল ফাউন্ডেশন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার মধ্যে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও খাদ্য বিতরণ অন্যতম।
অসাধারণ একটা কাজ করেছে নবনীল ফাউন্ডেশন 💞