নীলফামারীতে শহীদ পরিবারকে তারেক রহমান এঁর ঈদ উপহার

- আপডেট সময় : ০৯:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে নিহত চার শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ঈদ সামগ্রী প্রদান করেছে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান।
জেলার সদর উপজেলার রামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ পরিবারদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাহেদুল ইসলাম দোলন, মুক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম
মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ প্রমূখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, “বাংলাদেশে গণতন্ত্র
পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবার আমাদের গর্ব ও
অনুপ্রেরণার উৎস। ফ্যাসিস্ট আওয়ামী সরকার অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের হত্যা করে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। আমরা শহীদদের আত্মত্যাগকে কখনো ভুলবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। এই ঈদ উপহার সামান্য হলেও আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক।”
এসময় জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুল, টুপামারি ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মাসুম, ল²ীচাপ ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।