হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী(বিএসসি)আঞ্চলিক প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শহীদ মিনারের সামনে সকাল ৬.০৫ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি ষ্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পতাকা উত্তোলন, ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেড মতূর্জা চৌধুরী তুলা, সাবেক ভিপি ও এমপি, ঠাকুরগাঁও-০২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো.জামাল উদ্দিন, সভাপতি, উপজেলা বিএনপি হরিপুর ঠাকুরগাঁও।
আরোও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল, আলহাজ্জ মো.আবু তাহের,সা. সম্পাদক, উপজেলা বিএনপি,মো. রমিজউদ্দিন আহম্মেদ, সেক্রেটারি, জামায়াত ইসলামী বাংলাদেশ, হরিপুর-ঠাকুরগাঁও, মো. রুবেল হোসেন, কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ডা.মো. সোহাগ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁও।
শাবানা পারভীন, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, হরিপুর-ঠাকুরগাঁও, বাবু নগেন কুমার পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমুখ।
বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন করে । উপজেলা মিনি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা , বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএন সিসি কর্তৃক কুচ কাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়েজ মোঃ জামান, সহকারী শিক্ষক হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর- ঠাকুরগাঁও।
আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।