৪ হলের ১২০০ শিক্ষার্থী নিয়ে বাকৃবি ছাত্রদলের ইফতার

- আপডেট সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪টি হলের ১২০০ শিক্ষার্থী নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাকৃবি শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের সকল শহীদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় ওই দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৯ মার্চ) আসরের নামাজের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল, ফজলুল হক হল, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা একে একে মাওলানা ভাসানী হল সংলগ্ন মাঠে জড়ো হতে থাকে।
এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘হলের সাধারণ শিক্ষার্থীদের সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে আজকের ইফতারের আয়োজন করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে। সকল যৌক্তিক বিষয়ে ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছে।’
বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী স্বপ্নীল দাশ গুপ্ত তূর্য জানান, ‘এই ইফতারের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিয়েছে। আশা রাখি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম যাতে সামনে আরো অব্যাহত থাকবে।’
পরে ইফতার শেষে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শোয়াইব এর উদ্যোগে ওই মাঠ পরিস্কার করেন ছাত্রদলের কর্মীরা।