মফিজুল ইসলামের নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

মো:নুরআলম শাহীন,ক্রাইম রিপোর্টার:-আজকে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া নিবাসী মফিজুল ইসলামের নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭/০৩/২০২৫) ঝাড়বাড়ী এলাকার চেংঠী বাজারে সকাল ১১:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এই মানব বন্ধনে নিহতের পরিবার এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।নিহতের পরিবার জানায়,যারা অন্যায়ভাবে মফিজুল ইসলামকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।মফিজুল ইসলাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার একজন ছেলে রয়েছেন সেও নাবালক।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই হত্যার আসামীদের ফাঁসীর দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যাতে পরবর্তীতে কেউ এরকম জঘন্যতম অপরাধ ও হত্যার মত ঘৃণীত কাজ করার সাহস না পায়।