ঝিনাইদহে চুরি ও ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার

- আপডেট সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ:-হারিয়ে যাওয়া ও চুরি-ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
এসময় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়। রোববার (১৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।এক বিজ্ঞপ্তিতে সাইবার সেল জানিয়েছে, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয় এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে দেওয়া হয়।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিংসহ ক্লু-লেস মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও হারানো মোবাইল উদ্ধারের মতো নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। এই ইউনিটের তৎপরতার ফলে সাইবার অপরাধীরা অনেকটাই এখন কোনঠাসা হয়ে পড়েছে।
এসআই খালিদ হাসান জানান, এই ইউনিট গঠনের পর ২০২৪ সালে ৩৩৬ টি হারানো মোবাইল, ৮২ টি প্রতারণার জিডিতে ১৮ লাখ ৪২ হাজার ১৩৪ টাকা উদ্ধার, ৭১ টি সামাজিক যোগাযোগ(ফেসবুক) মামলা নিষ্পত্তি, হুমকি সংক্রান্ত ১৩টি মামলা, ৫১ টি মামলার ভিক্টিম উদ্ধার, ০৩ টি সাজা প্রাপ্ত মামলার আসামী গ্রেফতার, ৩টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূর্তিসহ ৩ জ্বিনের বাদশা আটক ও মামলা দ্বায়ের, ছিনতাইকৃত ইজিবাইকসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার করে মামলা দ্বায়েরসহ জেলার সকল থানাকে প্রায় ৭ হাজারটি কেসের তথ্য প্রযুক্তির মাধ্যমে সহয়তা করা হয়েছে।
ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাচুর রহমান মিঠু জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের সেবা ও নিরাপত্তায় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সাইবার সেলের এই সফলতা নিয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের এমন জন কল্যানমূলক কাজ ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে।