বাকৃবি ছাত্রদলের আহ্বায়কের উদ্যোগে শ’খানেক নামাজের সুতরা বিতরণ

- আপডেট সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের উদ্যেগে সাধারণ শিক্ষার্থী ও মুসল্লিদের নামাজের সুবিধার জন্য ‘নামাজের সুতরা’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একশটি সুতরা বিতরণ করা হয়। এসময় শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় মো. আতিকুর রহমান বলেন, “মুসলিম উম্মাহর জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই সুন্নাহসম্মত নামাজ আদায় নিশ্চিত করতে সুতরার গুরুত্ব অপরিসীম। অনেক সময় মসজিদে পর্যাপ্ত সুতরা না থাকায় মুসল্লিদের অসুবিধার সম্মুখীন হতে হয়। বিষয়টি উপলব্ধি করেই ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা আরও একাগ্রচিত্তে ও সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করতে পারেন।”
তিনি আরও বলেন, “শুধু রাজনীতি নয়, মানবিক ও ধর্মীয় দায়বদ্ধতার অংশ হিসেবে ছাত্রদল সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মুসল্লিদের ইবাদতে সহযোগিতার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, ইসলামের শিক্ষা ও জাতীয়তাবাদী চেতনার মিশেলে ছাত্রদলের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”