জীবননগর ও মেদনীপুরে বিজিবির অভিযানে আসামি বিহীন ভারতীয় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

- আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন:-
চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (৯ মার্চ ) মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ানের বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি অদ্য রবিবার (৯ মার্চ ) আনুমানিক ৭:৩০ ঘটিকার মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি এর অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৪ /এমপি হইতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর থানা মোড় হতে হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
আসামীবিহীন ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
একই দিন রবিবার (৯ মার্চ) আনুমানিক ০৮:১৫ ঘটিকায় মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবি অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬২/৯ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আম বাগানের মধ্য হইতে।
হাবিলদার মোঃ আব্দুল জলিল মোল্লা এর নেতৃত্বে মাদক বিরোধী অভিয়ান পরিচালনা করে আসামিবীহিন ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।