রূপগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় : ০৬:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার,রূপগঞ্জ নারায়ণগঞ্জ:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ার্যামন ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফেরদৌসী আলম নীলার ছোট ভাই রফিকুল ইসলাম বকুলের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ফেরদৌসী আলম নীলা ও তার বড় বোন শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন পুলিশ প্রশাসনসহ এলাকার রাজনৈতিক নেতাদের ম্যানেজ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টেক নোয়াদ্দা এলাকায়।
এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার ছোট ভাই রফিকুল ইসলাম বকুলের বাড়িতে একই এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরী কাজ করতো। প্রায় সময়ই বকুলদের বাড়িতে রাত্রিযাপন করতো ওই কিশোরী। গত রবিবার বিকেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বকুল। পরে ভয়ভীতি ও হুমকি প্রদান করে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি ওই কিশোরী তার মা ও পরিবারকে জানালে এলাকায় ছড়িয়ে পড়ে। এর পর থেকে বকুলের পুরো পরিবার বিভিন্ন মহলকে ম্যানেজ করতে শুরু করে।
এলাকাবাসী আরো জানায়, সৈয়দা ফেরদৌসী আলম নীলা ও তার পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতি করতো। পট পরিবর্তনের পর ফেরদৌসী আলম নীলার বড় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এলাকায় নানা অপকর্ম চালাচ্ছে। তার ছোট ভাইয়ের ধর্ষণের বিষয়টিও ধামাচাপা দিতে বিএনপি নেতাকর্মীদের ম্যানেজ করছেন সিরাজুল ইসলাম।
সোমবার সকাল থেকে পূর্বাচল উপশহর ও রূপগঞ্জ জুড়ে ছড়িয়ে পরে কিশোরী ধর্ষণের বিষয়টি। ভয়ে কিশোরীর পরিবার মামলা করারও সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম বকুল জানান, ধর্ষণের বিষয়টি সঠিক নয়। তবে ওই কিশোরী আমাদের বাসায় কাজ করতো। এলাকায় কেনো এ ধরণের অপপ্রচার করছে তা জানা নেই। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।