যশোরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

- আপডেট সময় : ০২:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ৮ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মৃত আজহার বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইয়েরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। অভিযানে নামার পর গ্রেফতার করেছে ৩ জন কে।
গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের বিল্লাল, ইখলাস, রাসেল। ৩ জনই নূর ইসলামের ছেলে।